যশোরে সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত, চালক আহত

- আপডেট সময় : ০৬:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ফকিররাস্তা শিশুতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হাবিবুর রহমান (৫৫),তিনি মনিরামপুর উপজেলার রতনদিয়া গ্রামের বাসিন্দা এবং ওয়াজেদ আলীর ছেলে। আহত রজব আলী (৬০), একই গ্রামের মোকসেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুর রহমান ও রজব আলী অটোভ্যানে করে রতনদিয়া থেকে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে ফকিররাস্তা শিশুতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই হাবিবুর রহমান নিহত হন এবং রজব আলী সামান্য আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত রজব আলীকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাক শনাক্তের চেষ্টা চলছে।