সংবাদ শিরোনাম ::
নিরাপদ ইফতারি প্রস্তুতিতে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রশিক্ষণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৭১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানে ভোক্তাদের হাতে নিরাপদ খাদ্য এবং নিরাপদ ইফতারি প্রস্তুতিতে ইফতার প্রস্তুততকারী খাদ্যকর্মীদের নিয়ে প্রশিক্ষণ আয়োজন করে নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ যশোর অফিস। সোমবার যশোর ক্লাবে জেলা নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম কমোলেশ মজুমদার । এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর নাজনিন নাহারসহ আরো অনেকে।
এ প্রক্ষিক্ষনে যশোরের ইফতার প্রস্তুততকারী হোটেল ও রেস্টুরেন্টের সেফ ও ম্যানেজাররা অংশগ্রহন করেন। প্রশিক্ষনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমন।