সংবাদ শিরোনাম ::
যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিতকমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
এতে সভাপতিত্ব করেন জেইউজের বিদায়ী সভাপতি মনোতোষ বসু। সঞ্চালনা করেন জেইউজের বিদায়ী সাধারণ সম্পাদক এইচআর তুহিন। দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ সফিক সায়ীদ এবং নবনির্বাচিত কমিটির সহসভাপতি মনিরুজ্জামান মুনির, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান, কার্যনির্বাহী সদস্য প্রণব কুমার দাস, রাহুল রায় প্রমুখ।