যশোরে মশাল মিছিল

- আপডেট সময় : ০৪:২৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলার প্রতিবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর জাতীয় নাগরিক কমিটি যশোর সদর উপজেলা কমিটির ব্যানারে মশাল মিছিলটি প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে/ দিল্লির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন/ বিএসএফর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন/বেনাপোল না পেট্টাপোল, বেনাপোল বেনাপোল/ সীমান্তে হামলা হলে, জবাব দিবে বাংলাদেশ/’ ইত্যাদি।
সমাবেশে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির নুরুজ্জামান ও ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা এবং সামিউল ইসলাম শিমুল।
বক্তারা বলেন, দিল্লির প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। শেখ হাসিনাকে নিজেদের দেশে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। আগে বিজিবি সাহসিকতার পরিচয় দিয়ে সীমান্ত রক্ষা করেছে; এখন বাংলাদেশের মানুষ সীমান্ত রক্ষায় জীবন দিতে প্রস্তুত।
তারা বলেন, বাংলাদেশ ভারতীয় আগ্রাসন চায় না। দিল্লিকে লালকার্ড দেখিয়ে ঢাকা, ঢাকা স্লোগান দিয়ে ভারতকে জানাতে হবে, তাদের আগ্রাসন আর মেনে নেওয়া হবে না।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি বাংলাদেশের দিকে ফের আঙুল তোলে তাহলে সেই আঙুল ভেঙে দেওয়া হবে।