যশোর যুবদলের বহিষ্কৃত নেতার ভিডিও লাইভ, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে তোলপাড়
- আপডেট সময় : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
যুবদলের সহযোগিতায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা যশোর সীমান্ত দিয়ে ভারতে গেছেন
যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হেলালসহ তার পরিবারের চার সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে যশোর জেলা যুবদলের নেতার বিরুদ্ধে। আর এসব অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রচার করে ভাইরাল সৃষ্টি করেছেন, যশোর জেলা যুবদল থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা সাবেক প্রচার সম্পাদক এসকেন্দার আলী এসকেন ওরেফে জনি।
বহিষ্কৃত যুবদলের নেতা এসকেন্দার আলী এসকেন ওরেফে জনির ফেসবুকে লাইফে এসে এমন ভিডিও নিয়ে যশোরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক হইচই শুরু হয়েছে।
বহিষ্কৃত যুবদলের নেতা এসকেন ওরেফে জনি গত (৭ জানুয়ারি) বিস্তর অভিযোগ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। আর এ ঘটনায় যশোর জেলা বিএনপি যুবদল ও তার অঙ্গর সংগঠনসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক হইচই শুরু হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে যুবদলের নেতা জনি ওরেফে এসকেন তার নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে জেলা যুবদল থেকে তাকে বহিষ্কৃত হন। এরপর তিনি বিভিন্ন সময় ফেসবুকে দলের নেতাকর্মীদের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেন।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এসকেন্দার আলী জনি ওরেফে এসকেন তার ফেসবুকে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ও মাদক সম্রাট শহীদের সহায়তায় পুটখালি ঘাট দিয়ে শেখ হেলালসহ পরিবারের ৪ সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতে পালাতে সহযোগিতা করে দিয়েছেন। সেই তথ্য গোয়েন্দাদের কাছে আছে বলে তিনি প্রচার করেছেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে এসকেন্দার আলী জনি ফেসবুক লাইভ করেন। বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
লাইভে জনি অভিযোগ করেন, যশোরে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের। ৫ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্যে করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছু দিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরও বলেন,‘ঘাট’ শহিদকে ধরলে এতথ্য পাওয়া যাবে। শুধু কাদের নয়; আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক রানা। এতথ্য সব নেতাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা সাংবাদিকদের বলেন,এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। সে দলের ভাবমূর্তি নষ্ট করেছে।
এদিকে যশোর জেলা যুবদলের কমিটি সামনে রেখে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে ও একটি মহল পরিকল্পিতভাবে যশোর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে বানোয়াট মিথ্যা অপপ্রচার-চালাচ্ছে দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা যুবদল ও নগর যুবদল। জেলা যুবদলের সভাপতি এম.তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানা এবং নগর যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে দাবি করা হয়েছে এসব অভিযোগের কোন ভিত্তি নেই। যশোর জেলা যুবদলের নতুন কমিটি গঠন হবে এমন সময়ে একটি কুচক্রী মহল এহেন ঘৃণ্য কর্মকান্ডে লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মী ও যশোরের মানুষ এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।