যশোর ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে পুলিশের পোষাক, চাকুসহ ৩ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
যশোর নিউজের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে পুলিশের পোশাক রিফলেকটিং ভেস্ট, চাকু এবং ছিনতাইকৃত ৩টি মোটরসাইকেলসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক হয়েছে। তিনি যশোর ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানন তিনি। তবে হাত ফসকে বেরিয়ে গেছে চক্রটির অন্যতম সহায়কারী যশোরের মহুরি মাসুদ। বুধবার (৮ জানুয়ারি) রাতে এক ব্রিফিংয়ে ডিবি পুলিশ এ তথ্য জানান। গতকাল আটক হয় খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। আজ ওই গ্রামের ৩ ছিনতাইকারী ধরা পড়েছে জনতার হাতে। এনিয়ে দু’দিনের ব্যবধানে লবণচারা গ্রামের ৪ ছিনতাইকারী ধরা পড়লো।

বুধবার আটককৃতরা হলো-যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের হাসান হোসেন মোল্লার ছেলে বর্তমানে খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাগর হোসেন রাজ, দিঘলিয়ার মাঝিগাতি গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে বর্তমানে সোনাডাঙ্গার বাসিন্দা মিথুন বিশ্বাস ও বাগেরহাটের রামপালের শোগুনা গ্রামের বিমল কৃষ্ণ পালের ছেলে বর্তমানে খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। অবশ্য তাদের অন্যতম সহযোগী মহুরি পরিচয়দানকারী মাসুদ নামে এক যুবক পালিয়ে গেছে।

এদিকে আজ বৃহস্পতিবার কালো রঙের প্রাইভেটকারে ছুটে আসা লবণচরার ৩ ছিনতাইকারী ফিল্মি স্টাইলে আড়াই লাখ টাকা কেড়ে নিয়ে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে। তারা হলো-মৃত আব্দুল্লাহর ছেলে ইমন (৩০), মোঃ বিল্লালের ছেলে ইমরান (৩২) ও মোঃ মনিরের ছেলে সুমন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই খান মাইদুল ইসলাম রাজিব গোপন সূত্রে খবর পেয়ে যশোর শহরের জজকোর্ট মোড়ের ম্যাক্স কোচিং সেন্টারের সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশ সাগর হোসেন রাজ এবং মিথুন বিশ্বাসকে আটক করে। পরে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আরেক সহযোগী সুশীল কুমার পালসহ অন্যরা পুলিশ রিফলেকটিং ভেস্ট (ডিবি পুলিশের পোশাক) গায়ে পরে এবং পুলিশ পরিচয়ে বরিশাল থেকে বাজাজ ডিসকভার মোটরসাইকেল, ফরিদপুরের মধুখালী থেকে রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের ১টি বাজাজ পালসার মোটরসাইকেল ও মাগুরা থেকে রেজিস্ট্রেশন বিহীন ১টি ইয়াহামা মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসেট ছিনতাই করে এনেছেন। ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে এবং অপর ১টি মোটরসাইকেল খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় রাখা আছে।

এছাড়া যশোরের তাদের সহায়তাকারী জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টার ভবনের নিচতলায় মহুরি মাসুদের চেম্বারে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট ও ১টি চাকু রেখে দিয়েছেন। এ সময় তাদের হেফাজত থেকে ২টি মোটরসাইকেল জব্দ এবং পরে মাসুদ মহুরির চেম্বারে তল্লাশি চালিয়ে ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট, ১টি চাকু ও ১টি এন্ডোয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ডিবি জানায়, পরদিন বুধবার সকাল ৭টায় আটক দুই জনের স্বীকারোক্তিতে খুলনার রুপসার ইস্পাহানি গলি থেকে তাদের সহযোগী সুশীল কুমার পালকে আটক করা হয়। পরে আটক ৩ জনের স্বীকারোক্তিতে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার লেবার অফিসের সামনে থেকে ছিনতাইকৃত অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার চৌগাছার সলুয়াবাজারে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন হালিমা নামে এক নারী। সেই টাকা কেড়ে নিয়ে পালানোর সময় ধরা পড়েছে লবণচারার ৩ ছিনতাইকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে পুলিশের পোষাক, চাকুসহ ৩ ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

যশোর ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে পুলিশের পোশাক রিফলেকটিং ভেস্ট, চাকু এবং ছিনতাইকৃত ৩টি মোটরসাইকেলসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক হয়েছে। তিনি যশোর ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানন তিনি। তবে হাত ফসকে বেরিয়ে গেছে চক্রটির অন্যতম সহায়কারী যশোরের মহুরি মাসুদ। বুধবার (৮ জানুয়ারি) রাতে এক ব্রিফিংয়ে ডিবি পুলিশ এ তথ্য জানান। গতকাল আটক হয় খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। আজ ওই গ্রামের ৩ ছিনতাইকারী ধরা পড়েছে জনতার হাতে। এনিয়ে দু’দিনের ব্যবধানে লবণচারা গ্রামের ৪ ছিনতাইকারী ধরা পড়লো।

বুধবার আটককৃতরা হলো-যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের হাসান হোসেন মোল্লার ছেলে বর্তমানে খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাগর হোসেন রাজ, দিঘলিয়ার মাঝিগাতি গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে বর্তমানে সোনাডাঙ্গার বাসিন্দা মিথুন বিশ্বাস ও বাগেরহাটের রামপালের শোগুনা গ্রামের বিমল কৃষ্ণ পালের ছেলে বর্তমানে খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। অবশ্য তাদের অন্যতম সহযোগী মহুরি পরিচয়দানকারী মাসুদ নামে এক যুবক পালিয়ে গেছে।

এদিকে আজ বৃহস্পতিবার কালো রঙের প্রাইভেটকারে ছুটে আসা লবণচরার ৩ ছিনতাইকারী ফিল্মি স্টাইলে আড়াই লাখ টাকা কেড়ে নিয়ে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে। তারা হলো-মৃত আব্দুল্লাহর ছেলে ইমন (৩০), মোঃ বিল্লালের ছেলে ইমরান (৩২) ও মোঃ মনিরের ছেলে সুমন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই খান মাইদুল ইসলাম রাজিব গোপন সূত্রে খবর পেয়ে যশোর শহরের জজকোর্ট মোড়ের ম্যাক্স কোচিং সেন্টারের সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশ সাগর হোসেন রাজ এবং মিথুন বিশ্বাসকে আটক করে। পরে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আরেক সহযোগী সুশীল কুমার পালসহ অন্যরা পুলিশ রিফলেকটিং ভেস্ট (ডিবি পুলিশের পোশাক) গায়ে পরে এবং পুলিশ পরিচয়ে বরিশাল থেকে বাজাজ ডিসকভার মোটরসাইকেল, ফরিদপুরের মধুখালী থেকে রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের ১টি বাজাজ পালসার মোটরসাইকেল ও মাগুরা থেকে রেজিস্ট্রেশন বিহীন ১টি ইয়াহামা মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসেট ছিনতাই করে এনেছেন। ছিনতাইকৃত ২টি মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে এবং অপর ১টি মোটরসাইকেল খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় রাখা আছে।

এছাড়া যশোরের তাদের সহায়তাকারী জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টার ভবনের নিচতলায় মহুরি মাসুদের চেম্বারে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট ও ১টি চাকু রেখে দিয়েছেন। এ সময় তাদের হেফাজত থেকে ২টি মোটরসাইকেল জব্দ এবং পরে মাসুদ মহুরির চেম্বারে তল্লাশি চালিয়ে ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট, ১টি চাকু ও ১টি এন্ডোয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ডিবি জানায়, পরদিন বুধবার সকাল ৭টায় আটক দুই জনের স্বীকারোক্তিতে খুলনার রুপসার ইস্পাহানি গলি থেকে তাদের সহযোগী সুশীল কুমার পালকে আটক করা হয়। পরে আটক ৩ জনের স্বীকারোক্তিতে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার লেবার অফিসের সামনে থেকে ছিনতাইকৃত অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার চৌগাছার সলুয়াবাজারে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন হালিমা নামে এক নারী। সেই টাকা কেড়ে নিয়ে পালানোর সময় ধরা পড়েছে লবণচারার ৩ ছিনতাইকারী।