পদত্যাগ করার পর অপহরনের শিকার যশোরের যুগ্ম আহ্বায়ক সজিব
![](https://jessorenews24.com/wp-content/themes/Newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করার পর অপহরনের শিকার হলেন যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন। গতকাল ৭ জানুয়ারি রাত ৮ টা থেকের তার কোন সন্ধান পাইনি স্বজনরা। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
খবর নিয়ে জানা গেছে সজিব গতকাল সন্ধ্যায় সুতিঘাটা মাদ্রাসা থেকে বের হয় সন্ধ্যা ৬ টার দিকে । এর পর অভি নামে একজন তাকে যশোর নিউ মার্কেটে দেখা করতে বলেন, বলে জানা গেছে। এদিকে রাত ৮ টা ৪৫ মিনিটে সজিব তার বন্ধু হান্নানকে এস এম করে তার বিপদের কথা বলেন।
এস এম এসটি ছিলো এমন
সজিব-“তুই কই, একজন আমার সাথে রং বিহেভ করছে, তারা ৪/৫ জন আছে, ছুরি হাতে তাদের”
হান্নান-“আমি ঢাকাতে, তুই কোথায়”
![](https://jessorenews24.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-08-at-16.54.22_7a47c63d.jpg)
এর পর তেকে সজিবের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ,
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল রাত ৯ টার দিকে তার লাস্ট লোকেশন ছিলো চুরামনকাঠি বাজার। এর পর থেকে সেনাবাহিনী ও পুলিশ অভিযান অব্যহত রেখেছে।
এদিকে বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, সজিব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছিলো আর তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করেন।