যশোর ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের সবুজ বিপ্লবের প্রতিক জিয়া খাল আজ মৃত, হারাতে বসেছে চিহ্নটুকুও যশোরে সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত, চালক আহত লাউখালী বাওড় পাড়ের ৫৮০ জনের স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে নিরাপদ ইফতারি প্রস্তুতিতে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রশিক্ষণ যশোর ডিবির আরও একটি বড় সাফল্য, সিনেমাটিক অভিযানে আটক ১৪ যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন যশোরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিতকমিটির কাছে দায়িত্ব হস্তান্তর যশোর আইটি পার্ক বিনিয়োগকারীদের ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ দু’মামলায় জামিন পেলেন যশোর আওয়ামী লীগ সভাপতি মিলন

যশোরে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ অত:পর প্রাইভেটকারসহ দু’জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ধীরেন্দ্র নাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ৩ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটককৃতদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত ধীরেন্দ্র নাথ উপজেলা শহরের স্বর্ণপট্টির উত্তম জুয়েলার্সের সত্ত্বাধিকারী।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ধীরেন্দ্র নাথকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ধীরেন্দ্রের স্ত্রী পদ্ম রানী দে জানান, ধীরেন নাথ শারীরিকভাবে বেশ অসুস্থ। দোকানে বসতে পারেন না। সারাদিন বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যার আগে তিনি বাসা থেকে বেড়িয়ে দোকানে যান। ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাড়িতে আসেন। পরে ছেলের আসতে দেরী হচ্ছে দেখে তিনি সন্ধ্যার পর আবারো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

তার স্বজনরা জানান-ছেলের দেরি দেখে ধীরেন্দ্র নাথ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ছেলে বাড়ি ফিরলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারা যায় সন্ধ্যার পর চৌগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে কে বা কারা তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পরই তার (ধীরেনের) মোবাইল থেকে ছেলের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় ‘তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর।’ ১০ মিনিট পরেই আবারো কল আসে। তারা বলে ‘একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। পুলিশে খরব দিলে ফল ভালো হবে না।’

ধীরেন্দ্র নাথের ছেলে উত্তম কুমার দে জানান, সোমবার আমাদের দোকানে হালখাতা ছিলো। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো তার বাবাকে অপহরণ করতে পারে। অপহরণকারীরা তার বাবার মোবাইল থেকে ফোন করে ২০ লাখ টাকা দাবি করে। পরে তারা বিষয়টি থানায় জানান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে অভিযান শুরু করি। একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এরমধ্যে অপহরণকারীরা ধীরেন নাথকে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা শহরে একটি চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। তিনি বাড়িতে ফোন করলে পুলিশের একটি টিম রাত পৌনে ১০টায় তাকে ঝিকরগাছা থেকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, আটকদের ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অপহরণের সাথে কতজন জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ অত:পর প্রাইভেটকারসহ দু’জন গ্রেফতার

আপডেট সময় : ০১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ধীরেন্দ্র নাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ৩ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটককৃতদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত ধীরেন্দ্র নাথ উপজেলা শহরের স্বর্ণপট্টির উত্তম জুয়েলার্সের সত্ত্বাধিকারী।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ধীরেন্দ্র নাথকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ধীরেন্দ্রের স্ত্রী পদ্ম রানী দে জানান, ধীরেন নাথ শারীরিকভাবে বেশ অসুস্থ। দোকানে বসতে পারেন না। সারাদিন বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যার আগে তিনি বাসা থেকে বেড়িয়ে দোকানে যান। ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাড়িতে আসেন। পরে ছেলের আসতে দেরী হচ্ছে দেখে তিনি সন্ধ্যার পর আবারো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

তার স্বজনরা জানান-ছেলের দেরি দেখে ধীরেন্দ্র নাথ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ছেলে বাড়ি ফিরলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারা যায় সন্ধ্যার পর চৌগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে কে বা কারা তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পরই তার (ধীরেনের) মোবাইল থেকে ছেলের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় ‘তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর।’ ১০ মিনিট পরেই আবারো কল আসে। তারা বলে ‘একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। পুলিশে খরব দিলে ফল ভালো হবে না।’

ধীরেন্দ্র নাথের ছেলে উত্তম কুমার দে জানান, সোমবার আমাদের দোকানে হালখাতা ছিলো। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো তার বাবাকে অপহরণ করতে পারে। অপহরণকারীরা তার বাবার মোবাইল থেকে ফোন করে ২০ লাখ টাকা দাবি করে। পরে তারা বিষয়টি থানায় জানান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে অভিযান শুরু করি। একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এরমধ্যে অপহরণকারীরা ধীরেন নাথকে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা শহরে একটি চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। তিনি বাড়িতে ফোন করলে পুলিশের একটি টিম রাত পৌনে ১০টায় তাকে ঝিকরগাছা থেকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, আটকদের ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অপহরণের সাথে কতজন জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।